আমরা অনেকে ১২ ভোল্টের ব্যাটারি দাম কত সম্পর্কে জানতে চাই । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে বলব সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ১২ ভোল্টের বিভিন্ন ব্যাটারির দাম ইত্যাদি সম্পর্কে জানা ।
ব্যাটারি আমাদের দৈননিন্দ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত । এটা আমরা প্রায় সকলে জানি এই ব্যাটারি ব্যবহার করার মাধ্যমে আমরা দৈনন্দা জীবনের অনেক কিছু ব্যবহার করতে পারি । সেটা হতে পারে জেনারেটর ব্যবহার করা, আইপিএস ব্যবহার করা এবং সৌর বিদ্যুৎ ব্যবহার করা ইত্যাদি ।
তাছাড়া বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে অটো রিক্সায় ব্যাটারি । কারণ একবার ব্যাটারি চার্জ দিলে সারাদিন অটো রিক্সা চালানো যায় এবং ওই ব্যক্তি ভালো পরিমাণের অর্থ উপার্জন করতে পারে । এগুলো ছাড়াও আরো অন্যান্য কাজে ব্যাটারি ব্যবহার হয়ে থাকে ।
আমরা এখন মূলত ১২ ভোল্টের ব্যাটারির দাম সম্পর্কে জানব । আপনি যদি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক ।
১২ ভোল্টের ব্যাটারি দাম
বর্তমানে বাজারে বিভিন্ন ভোল্ট এর উপর ভিত্তি করে ব্যাটারির পাওয়া যায় । তবে সবচেয়ে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে থাকে ১২ ভোল্টের ব্যাটারি । এখানে আপনি ১২ ভোল্টের ব্যাটারির দাম কত জানার পূর্বে আপনি কোন কোম্পানির ব্যাটারি কিনতে চাচ্ছেন সেটা জানতে হবে ।
আরও পড়ুন ➝ ড্রোন ক্যামেরার দাম কত ২০২৫
তাহলেই আপনি বলতে পারবেন বর্তমানে ১২ ভোল্টের ব্যাটারি কত টাকা দাম রয়েছে । বর্তমানে রহিম আফরোজ, হামকো এবং স্পার্ক ইত্যাদি সহ বিভিন্ন কোম্পানির ব্যাটারি পাওয়া যায় । এই কোম্পানিগুলো তাদের গ্রাহকদের সুবিধার স্বার্থে বিভিন্ন কোয়ালিটির ১২ ভোল্টের ব্যাটারি তৈরি করে এবং দাম নির্ধারণ করে থাকে ।
বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে রহিম আফরোজ ব্যাটারি । এই ব্যাটারিগুলো অত্যন্ত মজবুত টেকসই এবং দীর্ঘক্ষণ চার্জ সরবরাহ করতে পারে । তাই সবচেয়ে ব্যাপক হারে রহিম আফরোজ ব্যাটারিগুলো ব্যবহার করা হচ্ছে । মূলত সৌর বিদ্যুৎ অথবা আইপিএস এর জন্য রহিম আফরোজ ব্যাটারিগুলো ব্যবহারে ব্যবহৃত হয়ে থাকে ।
তবে অটো রিক্সা ইত্যাদি গাড়িতে ব্যবহার করার জন্য হামকো ব্যবহার কোম্পানির ব্যাটারি ব্যবহারে ব্যবহৃত হয় । মূলত আপনি কোন কাজে ব্যবহার করছেন তার ওপর ভিত্তি করে ব্যাটারির ধরন নির্ধারণ করা যায় । আমরা যদি আইপিএস বা জেনারেটর ব্যবহার করতে চাই তাহলে রহিম আফরোজ আবার অটো রিক্সার জন্য হামকো ব্যাটারি ব্যবহার করতে পারি ।
১২ ভোল্ট ব্যাটারি দাম কত
আমরা ইতিমধ্যে ব্যাটারির বিভিন্ন কোম্পানির নাম সম্পর্কে জেনেছি এবং সেটাও জেনেছি যে কোম্পানি বেদের ব্যাটারির দাম আলাদা আলাদা হয়ে থাকে । এখন আমরা জানবো ১২ ভোল্টের ব্যাটারির বেশ কিছু মডেলের নাম কোম্পানির নাম এবং দাম সহকারে ।
আমরা আপনাদের কথা চিন্তা ভাবনা করে একটি ছক তৈরি করেছি । ওই ছকের মধ্যে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সেরা কিছু 12 ভোল্টের ব্যাটারির মডেল এবং দাম সহ তুলে ধরা হলো । তাই অবশ্যই নিচের ছকটি ফলো করতে থাকুন ।
| ব্যাটারির নাম | দাম (টাকা) |
|---|---|
| ওয়ালটন পাওয়ার মাস্টার WBU1226 26Ah সিলড ব্যাটারি | ৫,৪৯৮ |
| হ্যামকো ২০০ ইজি বাইক ব্যাটারি | ১৪,৫০০ |
| স্পার্ক XP-100 Ah ব্যাটারি | ১৪,৮৫০ |
| রহিমাফরুজ IPB-100 IPS ব্যাটারি | ১৭,৫০০ |
| রিমসো 6RBT 180AH টিউবুলার IPS ব্যাটারি | ১৯,৩০০ |
| স্পার্ক XP150 12V IPS অ্যাসিড ব্যাটারি | ২০,৫০০ |
| লং রান ITB-220AH টিউবুলার IPS/UPS ব্যাটারি | ২৩,৫০০ |
| স্পার্ক XP-200 ব্যাটারি | ২৪,৩৪০ |
| রহিমাফরুজ ITB 200 টিউবুলার ব্যাটারি | ২৬,৫০০ |
| লি-ওয়াট 12v100AH লিথিয়াম-আয়ন ফসফেট ব্যাটারি | ৩৫,৫০০ |
উপরে উল্লেখ করা ছকে ১২ ভোল্ট ব্যাটারির দাম সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে এবং চাহিদার কথা বিবেচনা করে আওলিত উল্লেখিত কোম্পানিগুলো ব্যাটারি গুলোর দাম কিছুটা কম অথবা বেশি করতে পারে । তাই ব্যাটারি ডিলারশিপ থেকে কোন ব্যাটারির দাম কত সেই সম্পর্কে জেনে তারপর ব্যাটারি কিনার চেষ্টা করুন ।
১২ ভোল্ট হামকো ব্যাটারি দাম
বর্তমান সময়ে সারা বাংলাদেশে যতগুলো অটো রিক্সা ব্যবহার করা হচ্ছে তার মধ্যে ৯০% এর উপরে অটো একসাথে হেমকো কোম্পানির ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে । এই ব্যাটারীগুলোতে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘক্ষণ সময় চার্জ সরবরাহ করে বলে এর ব্যবহার জনপ্রিয়তা রয়েছে ।
আমরা এখন জানবো বর্তমান সময়ের জনপ্রিয় হেমকো ব্যাটারি সেরা কিছু 12 ভোল্টের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে । আপনাদের কথা চিন্তা করে আমরা একটি ছক তৈরি করেছি এবং সেই ছকের মাধ্যমে তুলে ধরা হলো হামকো 12 ভোল্টের ব্যাটারির দাম কত টাকা ।
| সিরিয়াল | ব্যাটারির নাম | বর্তমান দাম |
|---|---|---|
| ১ | Hamko HPD-60 IPS Battery | ১০,০০০ টাকা |
| ২ | Hamko HPD 210G Green Ultra Hybrid IPS/UPS Battery | ২৫,৫৯০ টাকা |
| ৩ | Hamko Popular PCV 27 Plate Bus / Truck Battery | ১৮,৫০০ টাকা |
| ৪ | Hamko HPD 200TB Tall Tubular IPS Battery | ২৯,০০০ টাকা |
| ৫ | Hamko HPD-200T 200AH IPS Battery | ২৪,৯৯০ টাকা |
| ৬ | Hamko HPD-215 IPS Battery | ২৭,০০০ টাকা |
| ৭ | Hamko Popular PCV 21 Plate Bus Battery | ১৫,৫০০ টাকা |
| ৮ | Hamko HPD 80AH IPS Battery | ১২,০০০ টাকা |
| ৯ | Hamko Popular PCV17 12V Battery | ১৩,৫০০ টাকা |
| ১০ | Hamko 12V 55AH Solar Battery | ৯,৫০০ টাকা |
| ১১ | Hamko HPD-220T 220Ah IPS Battery | ২৯,৪০০ টাকা |
| ১২ | Hamko PCV 29 Plate Bus Battery | ২০,৫০০ টাকা |
| ১৩ | Hamko NS60L Car Battery | ৭,০০০ টাকা |
| ১৪ | Hamko NS60L-MF 18M Silva Car Battery | ৭,৫০০ টাকা |
| ১৫ | Hamko 12V 9AH Bike Battery | ১,৯৫০ টাকা |
| ১৬ | Hamko 130AH Solar Battery | ১৮,৫০০ টাকা |
| ১৭ | Hamko HPD 100AH IPS Battery | ১৩,০০০ টাকা |
| ১৮ | Hamko HPD 200Ah IPS Battery | ২২,৯০০ টাকা |
| ১৯ | Hamko 165AH IPS Battery | ২০,০০০ টাকা |
| ২০ | Hamko IPS Battery HPD-130 | ১৬,৫০০ টাকা |
| ২১ | Hamko 12V 5AH Motorcycle Battery | ১,৪৫০ টাকা |
| ২২ | Hamko 200AH Ultra Low Maintenance Battery | ২৩,৪৯০ টাকা |
| ২৩ | Hamko Nocaloca PCV-17P 100AH Battery | ১৩,৪৯০ টাকা |
| ২৪ | Hamko Power Bank R-CVT-400 Mushuk Battery | ১২,৫০০ টাকা |
| ২৫ | Hamko 100AH Solar Battery | ১৬,০০০ টাকা |
| ২৬ | Hamko NS40ZL 35Amp Premium Low Maintenance Battery | ৫,৮০০ টাকা |
| ২৭ | Hamko NS70 Car Battery | ৯,০০০ টাকা |
| ২৮ | Hamko NX120-7 Lead Acid Battery | ১২,০০০ টাকা |
| ২৯ | Hamko N200S Generator Battery | ২৩,৫০০ টাকা |
| ৩০ | Hamko Superior PCV21 140AH IPS Battery | ১৮,৫০০ টাকা |
| ৩১ | Hamko Superior PCV-29 12V 200AH IPS & Solar Battery | ২৪,০০০ টাকা |
| ৩২ | Hamko Superior PCV17 110Ah IPS & Solar Battery | ১৪,৫০০ টাকা |
| ৩৩ | Hamko Superior Pcv27 12Volt 185AH Solar & IPS Battery | ২১,৫০০ টাকা |
সর্বশেষ আপডেট অনুযায়ী উল্লেখ করা ১২ ভোল্ট হামকো ব্যাটারির দাম তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে এবং চাহিদার কথা বিবেচনা করার মাধ্যমে উল্লেখিত ১২ ভোল্টের হামকো ব্যাটারির দাম যে কোন সময় পরিবর্তন হতে পারে ।
১২ ভোল্ট সোলার ব্যাটারির দাম কত
আমরা অনেকে সৌর বিদ্যুতের কথা শুনে থাকব । যখন বাসায় বিদ্যুৎ থাকে না তখন এই সৌর বিদ্যুৎ ব্যবহার করার মাধ্যমে আমরা বাতি জ্বালানো এবং ফ্যান চালানো সহ অন্যান্য কাজ করতে পারি । আর এই সৌর বিদ্যুতের জন্য অবশ্যই আপনার ১২ ভোল্টের সোলার ব্যাটারির দরকার হবে ।
বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির ১২ ভোল্টের সোলার ব্যাটারি পাওয়া যায় । এখানে আমরা সেরা কিছু 12 ভোল্ট সোলার ব্যাটারি মডেল নাম্বার বাছাই করেছি । পাশাপাশি ওই ব্যাটারিগুলোর দাম কত সেই সম্পর্কেও নিচে একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো ।
| সিরিয়াল | ব্যাটারির নাম | নতুন দাম (৳) |
|---|---|---|
| ১ | হ্যামকো ১২V ৫৫AH সোলার ব্যাটারি | ৯,৫০০ |
| ২ | হ্যামকো ১৩০AH সোলার ব্যাটারি | ১৮,৫০০ |
| ৩ | রিমসো ৬ RBT ২০০AH টিউবুলার সোলার IPS ব্যাটারি | ২২,০০০ |
| ৪ | হ্যামকো ১০০AH সোলার ব্যাটারি | ১৬,০০০ |
| ৫ | রিমসো ১৩০AH টিউবুলার সোলার ব্যাটারি | ১৯,৫০০ |
| ৬ | DJDC 5kW 48V 100Ah পাওয়ার ওয়াল লিথিয়াম ব্যাটারি | ১,৬৫,০০০ |
| ৭ | DJDC LiFePO4 24V 100Ah 3kW লিথিয়াম ব্যাটারি | ৯৯,০০০ |
| ৮ | ডংজিন পাওয়ার LiFePO4 12V 200Ah সোলার ব্যাটারি | ৪৮,০০০ |
| ৯ | ডংজিন পাওয়ার LiFePO4 12V 100Ah লি-আয়ন সোলার ব্যাটারি | ২৬,০০০ |
| ১০ | ভলভো সোলার ১০০AH টিউবুলার প্লেট ব্যাটারি | ১৩,৯৫০ |
| ১১ | ভলভো সোলার ১৩০AH টিউবুলার প্লেট ব্যাটারি | ১৮,৩০০ |
| ১২ | ভলভো সোলার ৮০AH ১২V টিউবুলার প্লেট ব্যাটারি | ১১,১০০ |
| ১৩ | ভলভো সোলার ৬০AH টিউবুলার প্লেট ব্যাটারি | ৮,৯৫০ |
| ১৪ | ভলভো সোলার ৫৫AH পাওয়ার ব্যাটারি | ৮,৫০০ |
| ১৫ | ভলভো ৫০AH সোলার টিউবুলার প্লেট ব্যাটারি | ৭,৪৫০ |
| ১৬ | ভলভো সোলার ৪০AH পাওয়ার ব্যাটারি | ৬,৭৪০ |
| ১৭ | ভলভো সোলার-৩০ পাওয়ার ব্যাটারি | ৪,৭৯০ |
| ১৮ | ভলভো সোলার ব্যাটারি ১২V ১৫AH ক্যাপাসিটি | ৩,১০০ |
| ১৯ | ভলভো সোলার পাওয়ার ২০AH ব্যাটারি | ৪,১০০ |
এখানে উল্লেখ করা যতগুলো ১২ ভোল্ট সোলার ব্যাটারি রয়েছে সেগুলো থেকে আপনার যে ব্যাটারিটি পছন্দ হয় সেটি বাছাই করুন । তারপর আপনার নিকটস্থ ডিলারশিপ অথবা অনলাইন থেকে ব্যাটারিটি কিনে আপনার সৌর বিদ্যুত চলার কাজে ব্যবহার করতে পারেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা ১২ ভোল্টের ব্যাটারির দাম কত এই বিষয়ে সম্পর্কে আলোচনা করেছি । এখানে মূলত বিভিন্ন কোম্পানি ব্যাটারির দাম, সোলার ব্যাটারির দাম এবং হ্যামকো ব্যাটারির দাম সহ আরো অন্যান্য কোম্পানির দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে । তাই আপনার যে কাজে ব্যাটারি দরকার হয় সে অনুযায়ী পছন্দের ব্যাটারিটি কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।