আমাদের অনেক ভাই ও বোন বগুড়া পপুলার ডাক্তার লিস্ট সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয় সম্পর্কে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকে পোস্টে আমরা বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ কোন কোন ডাক্তার রয়েছে সেগুলোর লিস্ট সম্পর্কে জানব ।
আমরা যদি কখনো অসুস্থ হই তখন বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করি । ঐ সকল ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে কোন কোন সেবা রয়েছে বা ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে যাচাই করি । অতঃপর সেখান থেকে ডাক্তারদের ট্রিটমেন্ট নিয়ে রোগ সারানোর সর্বোচ্চ চেষ্টা করি ।
আপনার বাড়ি যদি বগুড়া হয়ে থাকে তাহলে উন্নত মানের চিকিৎসা সেবার জন্য বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে । এটি দেশের অন্যতম উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহৃত ডায়াগনস্টিক সেন্টার । এখানে আপনি সব ধরনের রোগের চিকিৎসা করাতে পারবেন ।
বেশিরভাগ মানুষ জানে না বগুড়া ডায়াগনস্টিক সেন্টারে কি কি সুযোগ-সুবিধা রয়েছে, কোন কোন ডাক্তার নিয়মিত বসছে ডাক্তাররা এবং কোথায় বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত । আপনি যদি কখনও উচ্চমানের চিকিৎসা সেবা নিতে চান তাহলে অবশ্যই বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে জানা উচিত ।
আমাদের আজকের পোস্টের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর ডাক্তারদের লিস্ট সম্পর্কে বিস্তারিত জানা । আপনি যদি ইতিমধ্যে এই বিষয়ে সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার কি?
আমরা দেশের যে প্রান্তে বসবাস করি না কেন প্রায় সকলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর নাম শুনে থাকব । এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার দেশের বিভিন্ন জেলা, বিভাগ বা উপজেলাতে রয়েছে । তার মধ্যে অন্যতম হচ্ছে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার ।
মূলত পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ডায়াগনস্টিক এবং চিকিৎসা সেবার জন্য একটি উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে । বাংলাদেশে যতগুলো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার মধ্যে বৃহত্তম ডায়াগনস্টিক সেন্টার এটি ।
আরও পড়ুন ➝ চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নিন
দেশের জনগণের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা সার্ভিস পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চলমান রয়েছে । যদিও বা প্রথমে পপুলার ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছিল । অতঃপর আরো রোগীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য ২০০৫ সালের পপুলার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় ।
বগুড়া পপুলার ডাক্তার লিস্ট সমূহ
আপনি যদি বগুড়া বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগীকে ডাক্তার দেখানো । এখানে আমরা জানি উন্নত মানের প্রযুক্তি ব্যবহৃত সরঞ্জামান রয়েছে । পাশাপাশি অভিজ্ঞ ডাক্তার পাওয়া যায় । কিন্তু আমরা পপুলার ডায়াগনস্টিক বগুড়া ব্যবহার করার পূর্বে এখানে কোন কোন ডাক্তার পাওয়া যায় সে সম্পর্কে জানা উচিত ।
ধরে নিলাম আপনি হৃদরোগে আক্রান্ত হলেন অথবা লিভার সমস্যা অথবা বক্ষব্যাধি অথবা ক্যান্সার ইত্যাদি বিষয়ক সমস্যায় সম্মুখীন হয়ে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসলেন তাহলে নিঃসন্দেহে এগুলোর চিকিৎসা করতে পারবেন । এখানে এই সকল বিষয়ে অভিজ্ঞ ডাক্তার রয়েছে ।
বগুড়া পপুলার মেডিসিন ডাক্তারের তালিকা
আপনি যদি কখনো একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার খুঁজে থাকেন তাহলে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসতে পারেন । এখানে অসংখ্য অভিজ্ঞ মেডিসিন বিষয়ক ডাক্তার রয়েছে । আপনাদের সুবিধার্থে ওই সকল ডাক্তারের নাম, যোগ্যতা এবং রোগী দেখার সময় নিচে তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ মোঃ কামাল হোসেন | এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন) | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা।রবিবার বন্ধ। |
ডাঃ মোঃ আব্দুস সালাম | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (মেডিসিন) | শনিবার থেকে বুধবার বিকাল ৩টা থেকে রাত ৯টা।বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ। |
ডাঃ মোঃ হালিমুর রশিদ | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) | রবিবার থেকে বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা।বৃহস্পতি, শুক্র ও শনিবার বন্ধ। |
অধ্যাপক ডাঃ এ.কে.এম মাসুদুর রহমান | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা। |
ডাঃ রীপা কুন্ডু | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা।মঙ্গল ও শুক্রবার বন্ধ। |
ডাঃ মোঃ ফারুক হোসেন | এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (মেডিসিন), এফসিপিএস (মেডিসিন) | প্রতি শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ১০টা।শুক্রবার বন্ধ। |
ডাঃ মোঃ আজমিরুল হক সরকার | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা। |
ডাঃ মোঃ জাকিরুল ইসলাম (জুয়েল) | এমবিবিএস (গোল্ড মেডেলিস্ট), এফসিপিএস (মেডিসিন) | প্রতি বৃহস্পতিবার বিকাল ৩:৩০ থেকে রাত ৯টা। |
ডাঃ মোঃ আমিনুল হাসান | এমবিবিএস, বিসিএস, এমডি (ইন্টারনাল মেডিসিন) | বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা। |
ডাঃ আবু বকর সিদ্দিক | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা। |
ডাঃ মোঃ মনিরুজ্জামান আশরাফ (বিপুল) | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) | শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা। |
অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম | এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) | শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা। |
অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন | এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (মেডিসিন), এমডি (ইন্টারনাল মেডিসিন), এফএসিপি (ইউএসএ), এফআরসিপি (ইউকে) | শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার বন্ধ। |
বগুড়া পপুলার স্নায়ুরােগ ও মেডিসিন ডাক্তারের তালিকা
আমরা অনেকে স্নায়ু রোগ এবং মেডিসিন বিষয়ক অভিজ্ঞ ডাক্তারের তালিকা খুঁজে থাকি । বর্তমানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়াতে এই সকল ডাক্তার গুলো নিয়মিত বসে । আপনাদের সুবিধার্থে আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়াতে যে সকল ডাক্তার নিয়মিত মেডিসিন বিষয়ে দেখে তাদের লিস্ট তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ মোঃ আজিজুল হক | এফসিপিএস (মেডিসিন), এমডি – নিউরোলজি (বিএসএমএমইউ) | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা। |
ডাঃ মোঃ মাহবুবুর রহমান | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (নিউরোমেডিসিন) | বিকাল ৩টা থেকে রাত ৯টা। |
ডাঃ মোহাম্মদ সাইফুল বাশার | এমবিবিএস, এমডি (নিউরো-মেডিসিন) | বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার: সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।সোমবার ও মঙ্গলবার বন্ধ। |
ডা. আহমেদ আশাফুদ্দৌলা | এমবিবিএস (ঢাকা), এমসিপিএস (মেডিসিন), এমডি (নিউরো-মেডিসিন) | বিকাল ৩টা থেকে রাত ১০টা।বৃহস্পতি ও শুক্রবার বন্ধ। |
বগুড়া পপুলার চর্ম ও যৌন রোগ ডাক্তারের তালিকা
আমরা অনেকে চর্ম ও যৌন রোগে আক্রান্ত হয়ে থাকি । তার জন্য চর্ম বা যৌন বিষয়ক ডাক্তার দেখিয়ে ঔষধ নিতে চাই বা চিকিৎসা করাতে চাই । তাদের জন্য বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার রয়েছে । নিচে ওই সকল ডাক্তার গুলোর তালিকা তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ ফারাহ সাফা হক | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (বিএসএমএমইউ) | প্রতিদিন দুপুর ২.৩০টা থেকে ৭টা।শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা। |
ডাঃ মোঃ মতিউল হোসেন | এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (স্কিন এন্ড ভিডি) | প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা। |
ডাঃ রোজিনা আফরোজ | এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস, এফসিপিএস (চর্ম ও যৌন রোগ) | প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা।শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা। |
ডা: (কর্ণেল) কাজী সেলিম ইয়াজদী | এমবিবিএস, এফসিপিএস (ডার্মাটোলজি), এমসিপিএস, ডিডিভি, ট্রেইন্ড ইন কসমেটিক ও লেজার সার্জারী (থাইল্যান্ড) | প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা। |
বগুড়া পপুলার লিভার ডাক্তারের তালিকা
আমাদের আশপাশের অথবা পরিবারের অনেকে লিভার সমস্যায় আক্রান্ত রয়েছেন তারা চাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া থেকে চিকিৎসা নিতে পারেন । এখানে এই বিষয়ে অভিজ্ঞ ডাক্তার নিয়মিত বসেন । নিচে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়াতে লিভার ডাক্তার তালিকা তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ এ.এস.এম. সাদেকুল ইসলাম | এমবিবিএস, সিসিডি (বারডেম), এমডি (হেপাটোলজি), পিএইচডি | শনি – বৃহস্পতিবার: দুপুর ২.৪০টা থেকে রাত ৮টা।শুক্রবার: সকাল ৯টা থেকে দুপুর ২টা। |
বগুড়া পপুলার হৃদরােগ ও বক্ষব্যাধি মেডিসিন ডাক্তারের তালিকা
বর্তমানে অনেকে হৃদরোগ ও বক্ষব্যাধি রোগে আক্রান্ত হচ্ছেন । তারা উচ্চ মানের চিকিৎসা করানোর জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়াতে আসতে পারেন । এখানে এই সকল রোগের বিষয়ে অভিজ্ঞ ডাক্তার নিয়মিত বসেন । নিচে ওই সকল ডাক্তারের তালিকা তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
অধ্যাপক ডাঃ মোঃ মজিবর রহমান (সেলিম) | এমবিবিএস, ডিডিভি, এমডি (কার্ডিওলজি), পিএইচডি | বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৯টা। |
বগুড়া পপুলার বক্ষব্যাধি ও মেডিসিন ডাক্তারের তালিকা
আমরা অনেকে বক্ষব্যাধি ও মেডিসিন বিষয়ক ডাক্তার খুজে থাকি । তাদের জন্য অন্যতম ভালো একটি ডায়গনস্টিক সেন্টার হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া । এখানে বক্ষব্যাধি ও মেডিসিন বিষয়ক ডাক্তারের তালিকা নিচে তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ মোঃ মেহেদী হাসান | এমবিবিএস, এমডি (চেস্ট ডিজিজেস) | প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা।বৃহস্পতিবার বন্ধ। |
ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন মিনু | এমবিবিএস, ডিটিসিডি, সিসিডি (বারডেম) | প্রতি বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৯টা। |
ডাঃ জীবেশ কুমার প্রামানিক | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (চেস্ট), এমসিপিএস (মেডিসিন), এফসিসিপি (আমেরিকা) | শনি থেকে মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা।বুধ, বৃহস্পতি ও শুক্রবার বন্ধ। |
বগুড়া পপুলার প্রসূতি ও স্ত্রীরােগ ডাক্তারের তালিকা
যে সকল মা ও বোন প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ক ডাক্তার দেখাতে ইচ্ছুক তাদের জন্য অন্যতম ভরসার জায়গা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া । এখানে আপনি মহিলাদের সকল সমস্যার চিকিৎসা করাতে পারবেন । নিচে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ মোছাঃ শাহীন নওরাজী | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অবস ও গাইনী) | বৃহস্পতি ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।শুক্রবার সকাল ৯টা থেকে। |
ডাঃ ফাহমিদা শিরিন নীলা | এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস), ফিগো ফেলো (ইতালি) | বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার বন্ধ। |
ডাঃ শারমিন হোসেন (মমি) | এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (গাইনী এন্ড অবস) | শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা। |
ডাঃ শারমিন আক্তার (শম্পা) | এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস) | প্রতিদিন সকাল ১১টা থেকে ৩টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা।শুক্রবার বন্ধ। |
ডাঃ তৌহিদা সুলতানা (সীমা) | এমবিবিএস, এমএস (গাইনী এন্ড অবস), ঢাকা মেডিকেল কলেজ | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা। |
ডাঃ জয়োৎপলা শুকলা | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস) | দুপুর ২.৩০ টা থেকে রাত ৯টা।শুক্রবার ১০টা থেকে দুপুর ২টা।সোমবার বন্ধ। |
ডাঃ মোছাঃ রুনা পারভীন | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমপিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস) | বিকাল ৪টা থেকে রাত ৮টা।রবিবার বন্ধ। |
ডঃ মাফরুহা জাহান | এমবিবিএস, এফসিপিএস (গাইনী) | রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা।শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা। |
ডাঃ সুলতানা রাজিয়া | এমবিবিএস, ডিজিও, এমসিপিএস, এফসিপিএস (গাইনী) | বিকাল ৪.৩০ টা থেকে রাত ৯টা।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা। |
বগুড়া পপুলার ব্রেইন ও নিউরো স্পাইন সার্জারি ডাক্তারের তালিকা
আপনি যদি রেইন ও নিউরো স্পাইন সার্জারি বিষয়ক ডাক্তার খুজে থাকেন তাহলে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করতে পারেন । এখানে এই সকল বিষয়ে নিয়মিত ডাক্তার বসে থাকে । নিচে ওই সকল ডাক্তারের তালিকা তুলে ধরা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ মোঃ শফিউল আলম চপল | এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমএস (নিউরোসার্জারি) | প্রতি মাসের শেষ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা। |
ডাঃ সুশান্ত কুমার সরকার | এমবিবিএস, এমএস নিউরো-সার্জারি (বিএসএমএমইউ), (সাবেক পিজি হাসপাতাল, ঢাকা) | প্রতিদিন বিকাল ৩টা থেকে। |
বগুড়া পপুলার ক্যান্সার রােগ ডাক্তারের তালিকা
অনেকে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভালো মনের চিকিৎসা খুজে থাকেন ।তাদের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া উচ্চমানের চিকিৎসা সেবা দিয়ে আসছে । এখানে যে সকল ডাক্তাররা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ রয়েছে তাদের তালিকা নিচে প্রকাশ করা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ মোঃ মোবাশ্বের-উর-রহমান | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমফিল (রেডিয়েশন এন্ড অনকোলজী), ফেলোশিপ ট্রেনিং (বিশ্ব স্বাস্থ্য সংস্থা), হিন্দুজা হসপিটাল, ইন্ডিয়া | প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা।শুক্রবার বন্ধ। |
অধ্যাপক ডাঃ এ.কে.এম. আহসান হাবীব | এমবিবিএস, ডিএমআরটি, ক্যান্সার রোগে উচ্চতর প্রশিক্ষণ (চীন, জার্মানী) | বিকাল ৪টা থেকে রাত ৯টা।শুক্রবার বন্ধ। |
বগুড়া পপুলার অর্থো-সার্জারী ডাক্তারের তালিকা
আমরা অনেকে অর্থো সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য সম্পর্কে জানতে চাই । আপনি যদি কখনো অর্থো সার্জারি বিষয়ক চিকিৎসা সেবা নিতে চান তাহলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়ায় আসতে পারেন । এখানে উচ্চমানের সুযোগ সুবিধা রয়েছে । নিচে অর্থো সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা প্রকাশ করা হলো ।
নাম | যোগ্যতা | রোগী দেখার সময় |
---|---|---|
ডাঃ আব্দুল্লাহ আল মুতী (সুবর্ন) | এমবিবিএস, বিসিএস, এমএস (অর্থো সার্জারী), এও ফেলো, ট্রেইনড ইন ইলিজারভ, এডভান্স কোর্স ইন স্পাইন (ইভিয়া), এও এডভান্স ট্রমা (ইন্দোনেশিয়া), ট্রেইনড ইন অর্থো-প্লাস্টি (ব্যাঙ্গালোর, ইভিয়া) | প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১টা।বৃহস্পতি ও শুক্রবার বন্ধ। |
ডাঃ মোঃ মহিউদ্দিন আসলাম (কৌশিক) | এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থো-সার্জারী), ফেলোশিপ ইন পেইন ম্যানেজমেন্ট, নয়াদিল্লি, ভারত | বিকাল ৪টা থেকে রাত ৯টা।শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা। |
ডাঃ মোঃ রেজাউল করিম | এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক সার্জারী), এও স্পাইন-সিঙ্গাপুর, এ্যাডভান্সড স্পাইন কোর্স-ইন্ডিয়া | বিকাল ৪টা থেকে রাত ৮টা।শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা। |
ডাঃ মোঃ ওয়াদুদুল হক তরফদার (নাহিদ) | এমবিবিএস, ডি-অর্থো, এমএস-অর্থো (বিএসএমএমইউ), ঢাকা, এও স্পাইনা (সিঙ্গাপুর), এ্যাডভান্সড স্পাইন কোর্স (ইভিয়া) | প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা।শুক্রবার সারাদিন। |
বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া ঠিকানা
আপনার বাড়ি যদি বগুড়া হয় তাহলে অবশ্যই চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা সম্পর্কে জানা উচিত । আমরা এখন পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া কোথায় অবস্থিত তার সম্পূর্ণ ঠিকানা সম্পর্কে জানব ।
- পপুলার ডায়াগনস্টিক সেন্টার, (ইউনিট-১): হাউস # ১২/৩১০, থান্থানিয়া বাস স্ট্যান্ড, শেরপুর রোড, বগুড়া
- পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া (ইউনিট-২): বগুড়া রহমান মার্কেট, সিলিমপুর, বগুড়া
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান কে?
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পপুলার মেডিকেল কলেজ এবং পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার । ২০২০ সালে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা বিষয়ক ডায়াগনস্টিক সেন্টার বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কোন কোন ডাক্তার নিয়মিত বসে, যোগ্যতা এবং চিকিৎসা সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে । আপনি যদি চান উন্নত মানের প্রযুক্তি ব্যবহৃত এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা গ্রহণ করতে তাহলে অবশ্যই বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।