আমাদের অনেক ভাই ও বোন গিটারের দাম কত সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা বর্তমানে গিটারের দাম কত বাংলাদেশে রয়েছে সে সম্পর্কে জানব ।
আমরা প্রায় সকলে গান শুনতে পছন্দ করি । আবার অনেকে নিজে নিজে গান গাইতে পছন্দ করি । আবার কারো কারো মনে স্বপ্ন থাকে ভবিষ্যতে শিল্পী হওয়ার জন্য । আপনি গান শুনুন অথবা গান গান সব ক্ষেত্রেই আপনার গানের জন্য পছন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে একমাত্র গিটার ।
আপনার চিন্তাভাবনা থাকে যদি ভবিষ্যতে সঙ্গীত শিল্পী হবেন তাহলে এই গিটার বাজানো দরকার হবে । বর্তমানে আধুনিক যুগে গিটারের মাধ্যমে উচ্চ কোয়ালিটি সম্পন্ন গান গাওয়া যায় । এর ফলে দর্শকরা আপনার গান শুনে খুব সহজেই আপনার প্রতি আকর্ষিত হতে পারবেন ।
আপনার গিটার বাজানোর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনি খুব অল্প সময়ে সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন । তাছাড়া আপনি শখের বসে হলেও নিজে নিজে গান গাওয়ার জন্য গিটার বাজাতে পারেন । এর জন্য আপনাকে ভালো মানের গিটার কেনার দরকার হতে পারে ।
আজকের পোস্টে আমরা গিটার এর দাম কত এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ।
গিটারের দাম কত ২০২৫
আমরা অনেকেই গিটার কিনতে খুব আগ্রহ প্রকাশ করি । কিন্তু অনেকে মনে করি এর দাম অনেক বেশি । মূলত এই বিষয়টা চিন্তাভাবনা করার পর আমরা গিটার কেনা থেকে পিছিয়ে যাই । অতঃপর দেখা যায় আমাদের গান গাওয়া হয় না বা গিটার বাজানো হয় না ।
আপনি হয়তো জেনে অবাক হবেন আপনি অল্প টাকার ভিতরে গিটার কিনতে পারবেন । বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গিটার পাওয়া যায় । মূলত আপনি গিটারের ধরন এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে গিটারের দাম হয়ে থাকে । বর্তমানে আপনি ৩০০০ টাকা থেকে শুরু করুন ৫০০০০০ টাকা পর্যন্ত দামের গিটার কিনতে পারবেন ।
আরও পড়ুন ➝ ড্রোন ক্যামেরার দাম কত ২০২৫
সাধারণত প্রাথমিক স্তরের Acoustic গিটার গুলোর দাম ৩০০০ টাকা থেকে শুরু হয়ে ১ লাখ টাকা পর্যন্ত হয় । আবার ইলেকট্রিক গিটার গুলোর দাম ২০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে । এখানে আপনি কোন ধরনের গিটার কিনবেন তার ওপর ভিত্তি করে দাম নির্ভর হয়ে থাকে ।
ছোট গিটারের দাম কত
আমরা অনেকে চাই শুরুতে ছোট আকারের গিটার কেনার জন্য । মূলত যারা শখ হিসেবে গীটার বাজানো শিখতে চান তারা মূলত এই ছোট আকারের গিটার গুলো কিনতে পারেন । যেহেতু এই গিটার গুলোর আকার তুলনামূলক ছোট তাই এই গিটার গুলোর দাম তুলনামূলক কম হয়ে থাকে ।
বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ছোট গিটার পাওয়া যায় । আপনি যদি মার্কেটে ছোট গিটার খুঁজে থাকেন তাহলে দেখতে পাবেন ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার ভিতরে ছোট গিটার কিনতে পারবেন । অর্থাৎ ছোট গিটারের দাম হচ্ছে ২ হাজার টাকা থেকে ৫ হাজার ভিতরে ।
তবে ভালো ব্র্যান্ডের উপর ভিত্তি করে কিছু কিছু ছোট গিটারের দাম এর থেকেও বেশি হতে পারে । এখন আমরা আপনাদের সুবিধার্থে সেরা কিছু গিটারের নাম দাম সহকারে একটি ছকের মাধ্যমে নিচে তুলে ধরলাম ।
ছোট গিটারের নাম | ছোট গিটারের দাম |
---|---|
Jack Daniels 24 Inch Concert Size Ukulele – Special Edition | 4,990 TK |
26 Mahogany Ukulele Guitar Acoustic 4 String | 3,980 TK |
24 inch Mahogany Ukulele Concert Acoustic 4 String | 3,699 TK |
Music Mart SAS DU-21B 21” Soprano Ukulele | 2,250 TK |
SAS DU-21B 21” Soprano Ukulele | 2,199 TK |
LW Yamaha Ukulele 26 Inch Concert Size with Bag and Picks | 3,999 TK |
TE Soprano Ukulele Uke Hawaii Guitar Sapele 4 Strings | 3,809 TK |
Ukulele 21 Inch Soprano 6 Strings Basswood Guitar | 2,251 TK |
উপরে উল্লেখ করা সবগুলো গিটার ভালোমতো লক্ষ্য করুন । এখান থেকে আপনার যে গিটারটি পছন্দ হয় সেটি কিনতে পারেন । উল্লেখ্য এই গিটার গুলোর দাম সময়ের সাথে সাথে এবং চাহিদার উপর ভিত্তি করে যেকোনো সময় কিছুটা বেশি অথবা কম হতে পারে ।
ইলেকট্রিক গিটার দাম কত
আপনি যদি মনে মনে চিন্তা ভাবনা করেন ভবিষ্যতের সংগীত শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করবেন তাহলে আপনি ইলেকট্রিক গিটার কিনতে পারেন । অনেকে আবার এটা মনে করতে পারেন আমি তো সংগীতশিল্পী হবো না আমার সখ হচ্ছে গিটার বাজানো তাহলে কি আমি এই ইলেকট্রিক গিটার গুলো কিনতে পারবো না । হ্যাঁ আপনি চাইলে এই গিটার গুলো কিনতে পারবেন ।
তবে যারা গানকে সিরিয়াস হিসেবে নিয়ে থাকেন মূলত তাদের জন্য আমি সাজেস্ট করি ইলেকট্রিক গিটার গুলো কেনা ভালো । এই গিটার গুলোর দাম তুলনামূলক বেশি তাই অবশ্যই আপনাকে গান সিরিয়াস হিসেবে নেয়া উচিত । তাহলে মনে করি আপনার সাথে ইলেকট্রিক গিটার গুলো সামঞ্জস্যপূর্ণ হবে ।
বর্তমানে ইলেকট্রিক গিটার গুলোর দাম প্রাথমিক অবস্থায় ২০ হাজার টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে । এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং গিটারের ধরনের উপর ভিত্তি করে ইলেকট্রিক গিটার গুলোর দাম নির্ধারণ করা হয়ে থাকে । আমরা সেরা কিছু গিটারের নাম বাছাই করেছি ।
আপনাদের সুবিধার্থে নিচে একটি ছক তৈরি করা হলো । সেই ছকে ইলেকট্রিক গিটার প্রাইস অর্থাৎ ইলেকট্রিক গিটারের দাম সহ গিটার গুলোর নাম তুলে ধরা হলো ।
ইলেকট্রিক গিটারের নাম | ইলেকট্রিক গিটারের দাম |
---|---|
Vintage VS6 Reissued Electric Guitar – Natural Mahogany | 48,500 TK |
Sterling By MusicMan 6 String Sterling by Music Man Axis AX3S Electric Guitar Body, Right | 58,990 TK |
Sterling by Music Man StingRay Ray4 Bass Guitar in Vintage Sunburst Satin | 45,500 TK |
Aroma TM-15 Black Electric Amplifier 15W | 19,900 TK |
Deviser Electric Bass Guitar L-B3-43TS | 21,500 TK |
Custom Semi Electric Guitar-Natural | 10,500 TK |
Squier Bullet Strat Hardtail in Brown Sunburst with Laurel Fingerboard | 34,999 TK |
ESP LTD EC-256FM Electric Guitar, Lemon Drop | 68,900 TK |
Ibanez Paul Gilbert Signature Mikro PGMM21 – Metallic Light Green | 37,500 TK |
Aria Pro ii STG-003 Series Electric Guitar Made in Japan | 17,900 TK |
ESP LTD MH-10 Electric Guitar | 34,500 TK |
এখানে যতগুলো ইলেকট্রিক গিটারের নাম ও দাম তুলে ধরা হয়েছে তা সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে এবং চাহিদার কথা বিবেচনা করে উল্লেখিত গিটার গুলোর দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে ।
কোন কোন গিটার সবচেয়ে ভালো
আপনি যদি বাজার থেকে কখনো গিটার কিনতে চান তাহলে জানা উচিত বর্তমানে কোন কোন গিটার গুলো সবচেয়ে ভালো পারফরম্যান্স দিচ্ছে । আমরা যেহেতু বেশি টাকা খরচ করে ভালো মানের গিটার কিনব তাই আমাদের অবশ্যই গিটার গুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত । প্রথমে আমাদের অনলাইনে এ বিষয়ে সম্পর্কে তথ্য জেনে নেওয়া দরকার ।
এখন আমরা বর্তমান সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত সেরা কিছু গিটারের ধরন সম্পর্কে জানব । মূলত মার্কেটে এই সকল গিটার গুলোর অনেক চাহিদা রয়েছে । আপনাদের সুবিধার্থে নিচে ওই সকল গিটার গুলোর ধরন গুলো তুলে ধরা হয়েছে ।
🎸 ফেন্ডার আমেরিকান আল্ট্রা প্রিসিশন বাস
ফেন্ডারের এই অসাধারণ বেসটি বহুমুখী সাউন্ড এবং দারুণ নির্মাণশৈলীর জন্য বিখ্যাত । এতে আছে আল্ট্রা নোইসলেস ভিনটেজ জ্যাজ বাস ও প্রিসিশন বাস পিকআপ, আধুনিক ডি-শেপ নেক প্রোফাইল এবং একটি হাইম্যাস ব্রিজ । পেশাদার থেকে শুরু করে শিক্ষানবিশ—সবার জন্যই এটি একটি চমৎকার পছন্দ ।
🎸 ইয়ামাহা BB435 5-স্ট্রিং বেস গিটার
যারা বাজেট-ফ্রেন্ডলি অথচ মানসম্মত একটি 5-স্ট্রিং বেস খুঁজছেন, তাদের জন্য ইয়ামাহা BB435 দারুণ একটি অপশন । এটি শক্তিশালী টোন প্রদান করে এবং বাজাতে অত্যন্ত আরামদায়ক ।
🎸 এপিফোন থান্ডারবার্ড ভিনটেজ প্রো
অনন্য ডিজাইন এবং গভীর সাউন্ডের জন্য এপিফোন থান্ডারবার্ড বিশেষভাবে জনপ্রিয় । এতে রয়েছে ডুয়াল হামবাকার পিকআপ, যা ভারী ও থাম্পিং টোন দেয় । রক, ব্লুজ ও পাঙ্ক মিউজিকের জন্য এটি একদম আদর্শ ।
🎸 G&L ট্রিবিউট L-2000
বহুমুখিতা ও টোনাল ভ্যারিয়েশনের জন্য বিখ্যাত এই মডেলটিতে রয়েছে দুটি G&L MFD হামবাকার পিকআপ এবং উন্নত সুইচিং সিস্টেম । যেকোনো ধরনের সঙ্গীতের জন্য এটি নির্ভরযোগ্য একটি যন্ত্র ।
🎸 Schecter Stiletto Studio 6
আরামদায়ক প্লেয়িং এক্সপেরিয়েন্স এবং সাশ্রয়ী মূল্যের কারণে Schecter Stiletto Studio 6 বেসিস্টদের কাছে জনপ্রিয় । এতে ব্যবহৃত হয়েছে দুটি EMG 45Hz হামবাকার পিকআপ, যা শক্তিশালী ও বহুমুখী টোন তৈরি করতে সক্ষম ।
🎸 ফেন্ডার জেএমজে রোড ওয়ার্ন মুস্তাং
ছোট স্কেল ও দারুণ বহুমুখিতা এই মডেলটিকে বিশেষ করেছে । এতে রয়েছে কাস্টম-উইন্ড সেমুর ডানকান স্প্লিট-কয়েল পিকআপ, যা বিভিন্ন ধরণের টোন দেয় । ছোট হাতের বেসিস্ট বা যারা গিটার থেকে বেসে পরিবর্তন করছেন, তাদের জন্য এটি একটি অসাধারণ বিকল্প ।
🎸 Ibanez SR2405W 5-স্ট্রিং বেস গিটার
উচ্চমানের নির্মাণশৈলী ও প্রিমিয়াম ফিচারের জন্য Ibanez SR2405W আলাদা করে চেনা যায় । এতে আছে দুটি Aguilar Super Double Single-Coil পিকআপ, যা পরিষ্কার এবং শক্তিশালী টোন প্রদান করে । অভিজ্ঞ ও প্রফেশনাল বেসিস্টদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস ।
আপনি চাইলে উল্লেখিত গিটার গুলো বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন । তবে আমি সাজেশন হিসেবে বলছি আপনি অবশ্যই এই গিটারগুলো কেনার পূর্বে ইন্টারনেটে ভালো মতো সার্চ করে জেনে নেবেন । তাহলে আশা করি আপনার ঠকে যাওয়া সম্ভাবনা খুবই কম । এর ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ওই গিটারটি কিনে ব্যবহার করতে পারবেন ।
কেন গিটার কেনা উচিত
আমরা বেশিরভাগ মানুষ গান শুনতে পছন্দ করি । আবার কেউ কেউ নিজের মনে গান গাইতে পছন্দ করি । আপনি যদি একজন সঙ্গীতপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গিটার কেনা উচিত । অনেকে মনে করতে পারেন আমি তো ভবিষ্যতে কোন শিল্পী হব না তাহলে কি আমার গিটার কিনা উচিত হবে ।
হ্যাঁ অবশ্যই আপনি যদি গানকে পছন্দ করেন এবং গানকে ভালোবাসেন তাহলে আপনি গিটার কিনতে পারেন । যখন আপনি নিজের মনে গান গাইবেন তখন তালে তালে গিটার বাজালে তখন আপনার ভিতরে এক ধরনের অনুভূতি তৈরি হবে । এতে আপনি শিল্পী হন অথবা না হন এটা কোন বড় বিষয় না ।
তাছাড়া আপনার চিন্তা ভাবনা যদি থাকে ভবিষ্যতে কখনো নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবেন তাহলে গিটারের ব্যবহার অনস্বিকার্য । মূলত বর্তমানে আধুনিক গানগুলো গিটারের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং এই সকল গানগুলো মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে । তাই আমরা উপরের তথ্যগুলো বিবেচনা করে গিটার কিনতে পারি ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে ব্যাপক ব্যবহৃত বিশেষ করে ছোট গিটার এবং ইলেকট্রিক গিটারের সেরা কিছু মডেল নাম্বার দাম সহ জানতে পেরেছি । তাছাড়া কোন কোন গিটার গুলো আমাদের কেনা উচিত সেই সম্পর্কেও জেনেছি । আপনি যদি একজন সঙ্গীত প্রেমী হয়ে থাকেন তাহলে উল্লেখিত তথ্যগুলো বিবেচনা করে যে কোন একটি গিটার কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে এই পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার জন্য কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।