সম্মানিত পাঠক, আপনি কি কক্সবাজার হোটেল ভাড়া কত সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব কক্সবাজার হোটেল বুকিং ও ভাড়া কত টাকা এই বিষয়ে সম্পর্কে ।
কক্সবাজার হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহরের নাম । এখানে পর্যটন কেন্দ্র থাকার পাশাপাশি মৎস্য বন্দর ও রয়েছে । মূলত কক্সবাজারের সমুদ্র সৈকত, চারপাশের প্রকৃতি ও মনোরম দৃশ্য দেখার জন্য প্রতিদিন লাখ লাখ মানুষ এখানে ভিড় করে ।
আমরা যদি ঢাকা থেকে বা অন্য কোন স্থান থেকে কক্সবাজার ঘুরতে যাই তাহলে অবশ্যই সেখানে থাকার দরকার হবে । আর আপনি যদি কক্সবাজার থাকতে চান তাহলে অবশ্যই হোটেল ভাড়া করতে হবে । আমরা বেশিরভাগ মানুষ জানি না কক্সবাজার কোন হোটেলের ভাড়া কত ।
তাছাড়া ওই সকল হোটেল গুলোর ঠিকানা কোথায় এবং যোগাযোগ নাম্বার কি তার কিচ্ছু জানিনা । এর পরে দেখা যায় কক্সবাজার গিয়ে আমরা হোটেল নাও পেতে পারি । এক্ষেত্রে সারারাত আমি বাহিরে কাটাতে হয় । তাই আমাদের কক্সবাজার হোটেল ভাড়া সম্পর্কে জানা উচিত ।
এখন আমরা কক্সবাজার কোন হোটেল ভাড়া কত এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি ইতিমধ্যে এই বিষয়ে জানতে আগ্রহন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ।
কক্সবাজার হোটেল ভাড়া ২০২৫
আমরা সকলে জানি কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এক সমুদ্র সৈকত এলাকা । এখানে প্রতিনিয়ত লাখ মানুষ বা পর্যটক ভিড় জমায় । মূলত এই সুবিধার্থে কক্সবাজারে হোটেল গুলোর ব্যাপক চাহিদা রয়েছে এবং ভাড়াও তুলনামূলক বেশি হয় ।
এখানে মূলত আপনি আধুনিক, উন্নত ও রুচি সম্পর্কিত হোটেল পেতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে কক্সবাজার হোটেল ভাড়া নির্ধারণ করা হয় । আপনি চাইলে কম দামি হোটেল থেকে শুরু করে সর্বোচ্চ দামি হোটেল বুকিং করার সুযোগ পাবেন । মূলত আপনার বাজেট ও চাহিদার উপর ভিত্তি করে কক্সবাজার হোটেল ভাড়া নিতে পারবেন ।
এখন আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় কিছু কক্সবাজার হোটেলের নাম, ভাড়া, ঠিকানা ও যোগাযোগ নাম্বার সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে একটি ছক তৈরি করেছি । ওই ছকের মধ্যে কক্সবাজার হোটেল ভাড়া সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হলো ।
হোটেল/রিসোর্টের নাম | রুম ভাড়া (প্রতি রাত) | ঠিকানা | মোবাইল নম্বর | ই-মেইল |
Ramada by Wyndham | ২০,০০০ – ২৫০,০০০ টাকা | মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার | 01896100012 | info@ramadacoxsbazarkolatoli.com |
Sayeman Beach Resort | ১৩,৫০০ – ৫০,০০০ টাকা | মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার | 09610777888, 01401777888 | reservation@sayemanresort.com |
Long Beach Hotel | ৬,৫০০ – ৪০,০০০ টাকা | ১৪, কলাতলী, হোটেল-মোটেল জোন, কক্সবাজার | 01730338907, 01755660051 | sales@longbeachhotelbd.com |
Sea Pearl Beach Resort & Spa | ৪,৯৯৯ – ৫৬,৮৫০ টাকা | জালিয়াপালং, ইনানী, উখিয়া, কক্সবাজার | 01844016120, 01844016001 | rsvn1@seapearlcoxsbazar.com |
Baywatch | ১০,০০০ – ১,৫০,০০০ টাকা | মেরিন ড্রাইভ রোড, ইনানী, কক্সবাজার | +880 9666 800 100 | reservation@baywatch.com.bd |
Ocean Paradise Hotel & Resort | ১২,০০০ – ৯০,০০০ টাকা | ২৮-২৯, হোটেল-মোটেল জোন, কলাতলী রোড | 09619675675, 01938846761 | reservation@oceanparadisehotel.com |
Seagull Hotel | ৯,৫০০ – ৬৩,০০০ টাকা | প্লট ৬-৮, হোটেল-মোটেল জোন, কক্সবাজার | 01766666530-531 | reservations@seagullhotelbd.com |
Hotel The Cox Today | ১০,০০০ – ৮০,০০০ টাকা | প্লট-৭, রোড-২, হোটেল-মোটেল জোন, কক্সবাজার | 01755598449, 01755598450 | reservation@hotelthecoxtoday.com |
Hotel Sea Palace | ৪,০০০ – ১,৫০,০০০ টাকা | কলাতলী রোড, কক্সবাজার | 01709-934732, 01709-934751, 01714-652227-8 | reservation@hotelthecoxtoday.com |
Jol Torongo | ৮,৯০০ – ৫০,০০০ টাকা | লাবণী সৈকত, কক্সবাজার | 09610999333, 01769-107010, 01769-107011 | reservation@joltorongo.com.bd |
Mermaid Beach Resort | ২০,০০০ – ৫৭,০০০ টাকা | মেরিন ড্রাইভ রোড, পেচারদ্বীপ, কক্সবাজার | 01841-416469 | stay@mermaidbeachresort.net |
এখানে যতগুলো কক্সবাজার হোটেলের নাম তুলে ধরা হয়েছে সবগুলো অত্যন্ত বিলাসবহুল এবং ভাড়াও তুলনামূলক অনেক কম । এখান থেকে আপনার যে হোটেল পছন্দ সেটি বুকিং করে কক্সবাজার ভ্রমণ করতে পারেন ।
কক্সবাজার হোটেল বুকিং
আমরা ইতিমধ্যে সেরা কিছু কক্সবাজার হোটেলের নাম, ঠিকানা ও ভাড়া সম্পর্কিত তথ্য জেনেছি । তাছাড়া অনেকে চান আরো উন্নত এবং রুচি মার্জিত হোটেল বুকিং করতে । এখানে আপনার জন্য আরো কিছু কক্সবাজার হোটেল নাম তুলে ধরা হলো। তাই নিচের ছকটি ফলো করতে থাকুন ।
হোটেল/রিসোর্টের নাম | রুম ভাড়া (প্রতি রাত) | ঠিকানা | মোবাইল নম্বর | ই-মেইল |
Hotel Regal Palace | ৩,০০০ – ৫,০০০ টাকা | প্লট#৪৮, ব্লক#বি, কলাতলী রোড | 01872366366 | regalpalacebd@gmail.com |
Hotel Sea Cox | ৩,০০০ – ৮,০০০ টাকা | প্লট#১৩, ব্লক-বি, মেইন রোড, সুগন্ধা পয়েন্ট | 01616200500, 01733125924 | hotelseacoxbd@gmail.com |
White Orchid Hotel | ৩,৫০০ – ১৩,০০০ টাকা | প্লট#৩০, ব্লক#সি, সি বিচ আর/এ কলাতলী মেইন রোড | 01839658743 | whiteorchidbd@gmail.com |
Royal Beach Resort | ৪,০০০ – ৬,০০০ টাকা | প্লট #বি, ৬৪-পিডব্লিউডি হোটেল জোন, কলাতলী | 01708777772-75 | info@royalbeachbd.com |
Surf Club Resort | ২,৫০০ – ৬,০০০ টাকা | কলাতলী রোড | 01777-786232, 01777-786274 | surfclubbd@gmail.com |
Windy Terrace | ৬,০০০ – ৭,০০০ টাকা | প্লট#৩৯-৪০, ব্লক–সি, কলাতলী | 01936444777 | sales@windyterrace.com |
Hotel Shaibal | ৪,০০০ – ৬,০০০ টাকা | পর্যটন হলিডে কমপ্লেক্স, মোটেল রোড | 0341-63274, 63275, 0341-63211 | – |
The Sea Princess Hotel | ৬,৫০০ – ১১,০০০ টাকা | সুগন্ধা বিচ রোড, হোটেল-মোটেল জোন | 01620895551, 01613822522 | info@theseaprincess.com |
Hotel Sea World | ৪,২০০ – ১৮,০০০ টাকা | সী বিচ রোড, হোটেল মোটেল-জোন, লাবনী পয়েন্ট | 01938817501-12, 01746825250 | info@hotelseaworld.com |
Divine Eco Resort | ৮,০০০ – ১৮,০০০ টাকা | হোটেল মোটেল জোন-২, কলাতলী বিচ পয়েন্ট | 01958054411-13 | reservation@divineecoresort.net |
Hotel Samudra Bilash | ৩,৫০০ – ৪,৫০০ টাকা | কলাতলী মেরিন ড্রাইভ রোড | 01712-577676, 01916447349 | mizan7077@yahoo.com |
Praasad Paradise | ৭,০০০ – ২৯,০০০ টাকা | প্লট#৯, নতুন বিচ রোড, হোটেল-মোটেল জোন | 01556347711, 01556347722 | info@praasadparadise.com.bd |
Hotel Sea Uttara | ৬,০০০ – ১৪,০০০ টাকা | ডলফিন সার্কেল, বিচ রোড, কলাতলী | 01875000020, 01875000030 | seauttara@gmail.com |
Best Western Heritage | ৯,০০০ – ২৫,০০০ টাকা | ১৭৩-০১, বাইপাস রোড, কলাতলী সার্কেল | 01777744005 | reservation@bwheritagehotel.com |
Bashati Bay Resort | ৩,০০০ – ৬,০০০ টাকা | প্লট#৩, ব্লক-সি, কলাতলী রোড | 01988-330000 | – |
Laguna Beach Hotel & Resort | ২,৫০০ – ৭,০০০ টাকা | প্লট#৩৯, ব্লক-বি, সুগন্ধা পয়েন্ট কলাতলী | 01889-334434 | reservation.lagunabeach@gmail.com |
Hotel Suite Sadaf | ২,৫০০ – ৪,৫০০ টাকা | কলাতলী মেরিন ড্রাইভ রোড | 01844-010221 | hotelsuitesadafcox@gmail.com |
Hotel Beach Way | ৪,৫০০ – ১০,০০০ টাকা | বাড়ি#২১, ব্লক#সি, কলাতলী রোড | 034164858, 034164464, 01777909595 | infohotelbeachway@gmail.com |
Grace Cox Smart Hotel | ৭,০০০ – ১৭,০০০ টাকা | প্লট#২২, ব্লক সি, কোলাতলী, সি বিচ রোড | 01700707788-90 | reservation@hotelgracecox.com |
Hotel Coral Reef | ২,৫০০ – ১৪,০০০ টাকা | প্লট#৪৭, ব্লক#বি, কলাতলী রোড (সুগন্ধা পয়েন্ট) | 01818080651 | hcoralreef@yahoo.com |
Hotel Vista Bay | ১,৫০০ – ৮,০০০ টাকা | প্লট#৫০, ব্লক-বি, কলাতলী রোড | 01678090990-99 | hotelvistabay@gmail.com |
Hotel Kollol | ৬,০০০ – ১১,০০০ টাকা | লাবনী পয়েন্ট | 01886777711, 01886777722 | info@hotelkollolbd.com |
Neeshorgo Hotel & Resort | ২,০০০ – ৩০,০০০ টাকা | প্লট#৪৯২, মেরিন ড্রাইভ রোড | 01771566673, 01779969554 | info@neeshorgo.com.bd |
Hotel Sea Crown | ৫,০০০ – ৫০,০০০ টাকা | মেরিন ড্রাইভ, কলাতলী নিউ বিচ | 01817089420, 01833331702-06 | reservation@hotelseacrownbd.com |
Exotica Sampan Hotel & Resort | ৬,০০০ – ১০,০০০ টাকা | মেরিন ড্রাইভ রোড, কলাতলী | 01876-000011, 0251063998 | exsampancox@gmail.com |
উপরে উল্লেখিত কক্সবাজার হোটেল গুলো আপনি বুকিং করে সেখানে যাতায়াত করতে পারেন । কোন হোটেল বুকিং করার পূর্বে অবশ্যই যেই হোটেল সম্পর্কে ইন্টারনেটে ভালো মত জেনে তারপর বুকিং করার চেষ্টা করুন ।
কক্সবাজার সস্তা হোটেল বুকিং
আমরা বেশিরভাগ মানুষ চাই কম খরচে কক্সবাজার ঘুরে আসার জন্য অর্থাৎ সস্তায় কক্সবাজার হোটেল বুকিং করার জন্য । কারণ দেখা গেল সকলের হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে না । কিন্তু কক্সবাজার ভ্রমণ করতে প্রায় সকলেই চাই । তাই আমাদের কম দামে কক্সবাজার হোটেল বুকিং করা দরকার হয় ।
যদিও বা কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এখানে কম দামি হোটেল পাওয়াটা অনেক কষ্টকর । কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা সেরা কিছু সস্তা কক্সবাজার হোটেল বাছাই করেছি । নিচে ওই সকল হোটেল গুলো ছকের মাধ্যমে প্রকাশ করা হলো ।
হোটেল/রিসোর্টের নাম | রুম ভাড়া (প্রতি রাত) | ঠিকানা | মোবাইল নম্বর | ই-মেইল |
Shopnil Shindhu | ৭,০০০ – ২১,০০০ | নিউ বিচ রোড, কক্সবাজার | 01769724693 | reservation@shopnilshindhu.com |
The Cox Beach Resort | ২,০০০ – ৬,০০০ | কলাতলী রোড, লং বিচ হোটেলের বিপরীতে | 01840-477978, 01996-260298 | — |
Lighthouse Family Retreat | ৩,০০০ – ৬,০০০ | হাউস#৮৪, ব্লক-এ, পিডব্লিউডি আর/এ, কলাতলী | 01321-177763 | reservationlfr@gmail.com |
Hotel Sea Alif | ২,৫০০ – ৬,০০০ | প্লট#১৬, ব্লক-বি, কলাতলী | 01715-755112 | — |
Hotel Elaf International | ৪,০০০ – ৬,০০০ | প্লট-৫২, ব্লক-বি, সুগন্ধা রোড, কক্সবাজার | +0341-62266, +880 1726-000 077 | hotelelafint@gmail.com |
Hill Tower Hotel and Resort | ১,৪০০ – ৬,০০০ | ব্লক#বি, প্লট#৬০ (সি প্যালেসের বিপরীতে), কলাতলী | 01322-889895 | hotelhilltower8@gmail.com |
Hotel Media International Ltd | ২,৫০০ – ১৫,০০০ | হোটেল মোটেল জোন, সি বিচ রোড, কক্সবাজার | 01710-303090, 01711-341164 | info.hotelmediacxb@gmail.com |
Saint Martin Resort | ২,৫০০ – ৮,০০০ | প্লট #১০, কলাতলী রোড, কক্সবাজার | 01619809057, 01819809057 | saintmartinresort@gmail.com |
Hotel Hyperion Sea World | ১,৫০০ – ৫,০০০ | প্লট #৭২, ব্লক #বি, কলাতলী, নিউ সি বিচ | 01819-058908 | — |
Allegro Suites | ৪,৫০০ – ৮,০০০ | প্লট #৬৫, ব্লক #এ, কক্সবাজার | 01618-000708 | reservation.ahs@gmail.com |
Hotel Cox’s Hilton | ২,৫০০ – ৫,০০০ | ব্লক #বি, প্লট #২৫, সুগন্ধা পয়েন্ট, কলাতলী রোড | 01322889898 | hotelcoxshilton@gmail.com |
Resort Beach View | ৩,০০০ – ৬,০০০ | প্লট #১০, ব্লক #সি, কলাতলী মেইন রোড, কক্সবাজার | 01813066196, 01932995522, 01709956522 | coxdream6@gmail.com |
Inani Royal Resort Limited | ৪,৭০০ – ৫,৫০০ | মেরিন ড্রাইভ রোড, ইনানী, উখিয়া, কক্সবাজার | 01952-227741 | info@inaniroyalresort.com |
Hotel Coastal Peace | ৩,০০০ – ৭,০০০ | বাড়ি – ৬, ব্লক – বি, কলাতলী রোড, কক্সবাজার | 034151288, 01755521797, 01755521726 | coastalpeacecox@gmail.com |
Nilima Beach Resort | ২,৫০০ – ৫,০০০ | পেঁচার দ্বীপ, হিমছরি, কক্সবাজার | 01841104011, 01831878833 | — |
Ocean Palace Hotel | ২,৫০০ – ৭,০০০ | প্লট-১৫/এ, ব্লক-সি, হোটেল মোটেল জোন, কক্সবাজার | 01712535302, 01841122446 | reservation@oceanpalacehotel.com |
Albatross Resort | ২,২০০ – ৪,০০০ | কলাতলী রোড, কক্সবাজার | 01818540177, 01816033445, 01818596173 | hotelalbatrosscox@gmail.com |
Hotel Marine Plaza | ২,০০০ – ৫,০০০ | কলাতলী মেইন রোড, সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার | 01810004580 | marineplazahotelcoxbd@gmail.com |
Hotel Water Orchid | ২,০০০ – ৫,০০০ | ব্লক-সি, রোড# ০২, বাড়ি# ২৫, কোলাতলী, কক্সবাজার | 01831649434, 01302090129 | hoteliplwaterorchid@gmail.com |
Iqra Beach Hotel | ৩,৫০০ – ৭,০০০ | কলাতলী রোড, কক্সবাজার | +88 0341-25441, 52442, 01732-216677 | iqrabeachhotel77@gmail.com |
বর্তমানে সস্তায় যতগুলো কক্সবাজার হোটেল রয়েছে এখানে এই হোটেল গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে । আপনি এখান থেকে যে হোটেলটি পছন্দ করুন তাদের ফোন নাম্বারে কল করুন এবং সকল বিষয় সম্পর্কে জেনে তারপর হোটেল বুকিং করার চেষ্টা করুন ।
কক্সবাজার হোটেল ভাড়া সম্পর্কে কিছু কথা
আমরা যদি কখনো পরিবার-পরিজন অথবা বন্ধু-বান্ধবদের সাথে কক্সবাজার ঘুরতে যাই তাহলে সবার প্রথমে কক্সবাজার হোটেল ভাড়া নিতে হয় । এখন কক্সবাজার হোটেল ভাড়া নেওয়ার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা ভালো । সেগুলো হচ্ছে –
- অক্টোবর থেকে মার্চ মাসে কক্সবাজারে হোটেলের ভাড়া সাধারণত বেশি থাকে । তবে বর্ষাকালে ভাড়া তুলনামূলকভাবে কম থাকে ।
- সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেল গুলোর ভাড়া অনেক বেশি হয় । কিন্তু একটু দূরের হোটেল গুলোতে কম খরচে থাকা সম্ভব ।
- কক্সবাজারে ৫ স্টার হোটেল থেকে শুরু করে সাশ্রয়ী মানের গেস্ট হাউসও পাওয়া যায় ।
- এখানে গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হোটেল গুলো বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকে ।
- বিভিন্ন উৎসব উপলক্ষে এখানকার হোটেল গুলো ছাড় ও প্যাকেজ অফার দেয় ।
- ফ্রি ব্রেকফাস্ট, সুইমিং পুল বা জিমের সুবিধা থাকলে হোটেল গুলোর ভাড়া বেশি হয় ।
- অনেক হোটেলে সিজনাল চার্জ, ভ্যাট বা সরকারি কর যোগ করা হয় । তাই বুকিংয়ের সময় প্রথমে এগুলো যাচাই করে নিবেন ।
আপনি যদি কখনো কক্সবাজারে হোটেল ভাড়া নিতে চান তাহলে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সচেতন হন । তাহলে আশা করি আপনি কম খরচে বা কোন রকম ঝামেলা ছাড়াই কক্সবাজার হোটেল ভাড়া নিয়ে থাকতে পারবেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে কক্সবাজার হোটেল ভাড়া কত এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে । পাশাপাশি কমদামী থেকে শুরু করে বেশি দামি হোটেলের ঠিকানা, এবং যোগাযোগ নাম্বার সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়েছে । আপনি যদি কখনো কক্সবাজার যেতে চান তাহলে উল্লেখিত যে কোন একটি হোটেলে বুকিং করে থাকতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ফ্যামিলিতে এই পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।