সম্মানিত পাঠক, আপনি কি ওয়ালটন ফ্রিজ দাম ২০২৫ সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ে সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়ালটন ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার, দাম এবং সুবিধা ইত্যাদি সম্পর্কে ।
আমরা জানি ওয়ালটন হচ্ছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে থাকে । ওয়ালটনের জনপ্রিয় কিছু পণ্যের মধ্যে হচ্ছে ওয়ালটন মোবাইল, ওয়ালটন ল্যাপটপ, ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন ফ্যান এবং ওয়ালটন এসি ইত্যাদি ।
বর্তমানে বাজারের বিভিন্ন কোম্পানি তার গ্রাহকদের জন্য উন্নত মানের ফ্রিজ সরবরাহ করছে । ঠিক তেমনি ওয়ালটন প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য উচ্চ কোয়ালিটি সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের নতুন নতুন ফ্রিজ বাজারে নিয়ে আসছে । যার দাম ও তুলনামূলক অন্যান্য ফ্রিজের থেকে অনেক কম হয়ে থাকে ।
আমরা সচরাচর গরমকালে বেশি পরিমাণে ফ্রিজ ব্যবহার করে থাকি । ঠিক ওই সময় ফ্রিজের চাহিদা বেড়ে যায় । আমরা চাইলে বাজার থেকে ওয়ালটন ফ্রিজ কিনতে পারি । যদি হাতের বাজেট কম হয় এবং অল্প খরচে উন্নত কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ কেনার দরকার হয় তাহলে অবশ্যই ওয়ালটন ফ্রিজ কিনা দরকার ।
এখন আমরা ওয়ালটন ফ্রিজের দাম সম্পর্কে বেশ কিছু তথ্য জানবো । আপনি যদি ইতিমধ্যে এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম দেখেছি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন । তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ।
ওয়ালটন ফ্রিজ দাম ২০২৫
২০২৫ সালে এসে আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রিজের কোম্পানির নাম কি/ তখন নিঃসন্দেহে সবার প্রথমে চলে আসবে ওয়ালটনের কথা । যদিও বা বাংলাদেশে অসংখ্য ফ্রিজের কোম্পানি রয়েছে । কিন্তু সেগুলো থেকে ওয়ালটনের ফ্রিজ ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে ।
সাধারণত ওয়ালটনের ফ্রিজ গুলো উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি এবং বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় এর চাহিদা ব্যাপক । তাছাড়া এই ফ্রিজ গুলোতে খাবার রাখলে দীর্ঘদিন পর্যন্ত খাবারের মান অটুট থাকে । এর ফলে ভালো মানের খাবার খাওয়া যায় এবং এতে দেখা যায় ওই ফ্রিজ কেনার প্রতি আগ্রহ বেড়ে যায় ।
আপনি যদি কখনো বাজার থেকে ওয়ালটন ফ্রিজ কিনতে চান তাহলে অবশ্যই এই ফ্রিজ গুলোর দাম সম্পর্কে জানা দরকার । বর্তমানে ওয়ালটনের অসংখ্য মডেলের ফ্রিজ রয়েছে । আমরা তো সব গুলো মডেলের নাম মনে রাখতে পারবো না । এখন বেশ কিছু ওয়ালটন ফ্রিজের মডেল নাম্বার সহ ফ্রিজের দাম ছক আকারে প্রকাশ করা হলো ।
ফ্রিজের মডেল | ফ্রিজের দাম | ফ্রিজের ক্যাপাসিটি |
WNR-6E2-GSRE-CX (Non-Frost) | ১,২৩,২৯১ টাকা | ৬৫২ লিটার |
WNI-6A9-GDSD-DD (Non-Frost) | ১,০৬,১৯১ টাকা | ৬১৯ লিটার |
WNI-5F3-GDEL-DD (Non-Frost) | ৮৯,০৯১ টাকা | ৫৬৩ লিটার |
WNH-4C0-GDEL-XX (Inverter) | ৫৯,৩৯১ টাকা | ৪৩০ লিটার |
WNH-3H6-GDEL-XX (Inverter) | ৫৭,৫৯১ টাকা | ৩৮৬ লিটার |
WFC-3F5-GDEH-DD (Inverter) | ৫১,২৯১ টাকা | ৩৮০ লিটার |
WFC-3F5-GDEL-XX (Inverter) | ৪৮,১৪১ টাকা | ৩৮০ লিটার |
WCG-2E5-GDEL-XX (Frost) | ৩৭,০৭১ টাকা | ২৫৫ লিটার |
WCF-1D5-GDEL-LX (Frost) | ২৮,৩৪১ টাকা | ১৪৫ লিটার |
WCF-1D5-GDEL-XX (Frost) | ২৭,৮৯১ টাকা | ১৪৫ লিটার |
উল্লেখিত ছকের মধ্যে যতগুলো ওয়ালটন ফ্রিজ মডেল নাম্বার ও দাম তুলে ধরা হয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে ও চাহিদার কথা বিবেচনা করে ওয়ালটন কর্তৃপক্ষ এই ফ্রিজ গুলোর দাম কিছুটা কম অথবা বেশি করতে পারে ।
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা
সামনে আসতেছে গরমকাল আর এই সময় আমাদের বেশি পরিমাণে ফ্রিজ ব্যবহার করার দরকার হয় । মূলত গরমের সময় আমাদের ঠান্ডা পানি ও শরবত খাওয়ার দরকার হয় । তখন অবশ্যই ফ্রিজের পানি আমরা ব্যবহার করি । কারণ ফ্রিজের পানি সব সময় ঠান্ডা থাকে ।
সাধারণত গরমকালে ওয়ালটন ফ্রিজের ব্যাপক চাহিদা বেড়ে যায় । আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার আশপাশের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন অথবা পরিবারের ঘরে প্রায় সকলের ঘরে ওয়ালটন ফ্রিজ রয়েছে । কারণ এই ফ্রিজ গুলো খাবারের মান দীর্ঘ সময় ধরে অটুট রাখে ।
আমরা ইতিমধ্যে সেরা কিছু ওয়ালটন ফ্রিজের মডেল নাম্বার সম্পর্কে জেনেছি । এখন আমরা আরো বেশ কিছু ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা সম্পর্কে জানব । মূলত এই ফ্রিজ গুলোর মডেল নাম্বার এবং দাম অনেক কম যা আপনার বাজেটের সাথে মিল হতে পারে ।
আপনাদের সুবিধার্থে আমরা নিচে একটি ছক তৈরি করেছি । ওই ছকের মাধ্যমে তুলে ধরা হলো ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ও মডেল নাম্বার ইত্যাদি সম্পর্কে । তাই নিচে প্রদর্শিত ছকটি অবশ্যই ফলো করুন ।
ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি দাম ২০২৫
ফ্রিজের মডেল | ফ্রিজের দাম | ফ্রিজের ক্যাপাসিটি |
WCF-1D5-RRXX-XX (Frost-Deep freeze) | ২৬,৩৬১ টাকা | ১৪৫ লিটার (ডিপ ফ্রিজ) |
WCF-1B5-GDEL-XX (Frost-Deep freeze) | ২৭,৯৯০ টাকা | ১২৫ লিটার (ডিপ ফ্রিজ) |
WFB-2E0-GDEH-XX | ৩৮,৫১১ টাকা | ২৫০ লিটার |
WFC-3X7-GDXX-XX | ৪২,২৯১ টাকা | ৩০৭ লিটার |
WFB-2E0-GDSH-XX | ৩৮,৩৩১ টাকা | ২৫০ লিটার |
WNM-2F1-GEHE-XX (Inverter) | ৪০,৯৪১ টাকা | ২৬১ লিটার |
WFC-3X7-GDEH-XX | ৪৩,১৯১ টাকা | ৩০৭ লিটার |
WFE-2H2-GDEN-XX (Inverter) | ৪৪,৭৯০ টাকা | ২৮২ লিটার |
WFE-2H2-GDEL-XX (Inverter) | ৪৫,২৯০ টাকা | ২৮২ লিটার |
ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৫
ফ্রিজের মডেল | ফ্রিজের দাম | ফ্রিজের ক্যাপাসিটি |
WCF-2T5-GDEL-XX (Frost-Deep freeze) | ৩৩,০২১ টাকা | ২০৫ লিটার (ডিপ ফ্রিজ) |
WCF-2T5-GDEL-GX (Frost-Deep freeze) | ৩৩,৪৭১ টাকা | ২০৫ লিটার (ডিপ ফ্রিজ) |
WFK-3D7-GDEL-XX | ৪৫,৪৪১ টাকা | ৩৪৭ লিটার |
WFE-2N5-GDEL-XX (Inverter) | ৪১,৯৩১ টাকা | ৩১৬ লিটার |
WFE-3B0-GDEL-XX (Inverter) | ৪৪,৯৯১ টাকা | ৩৪১ লিটার |
WFC-3D8-GDEH-DD (Inverter) | ৪৯,১৩১ টাকা | ৩৪৮ লিটার |
WFC-3D8-GDXX-XX (Inverter) | ৪৫,৮৯১ টাকা | ৩৪৮ লিটার |
WFC-3F5-GDEH-XX (Inverter) | ৪৮,৫৯১ টাকা | ৩৮০ লিটার |
ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৫
ফ্রিজের মডেল | ফ্রিজের দাম | ফ্রিজের ক্যাপাসিটি |
WCF-2T5-RRLX-GX-Deep freeze | ৩২,৫৭১ টাকা | ২০৫ লিটার (ডিপ ফ্রিজ) |
WCG-2E5-EHLC-XX-Deep freeze | ৩৫,০৯১ টাকা | ২৫৫ লিটার (ডিপ ফ্রিজ) |
WFB-2B3-GDEH-XX | ৩৫,৮১১ টাকা | ২২৩ লিটার |
WFB-2E0-GDEL-XX | ৩৭,৮৮১ টাকা | ২৫০ লিটার |
WCF-2T5-GDEL-XX (Deep freeze) | ৩৩,০২১ টাকা | ২০৫ লিটার (ফ্রস্ট) |
WFB-2B3-GDSH-XX | ৩৫,৮১১ টাকা | ২২৩ লিটার |
WFA-2A3-GDXX-XX | ৩১,৮৫১ টাকা | ২২৩ লিটার |
WFD-1F3-GDEL-XX | ৩০,০৫১ টাকা | ১৭৬ লিটার |
WFB-2B3-GDXX-XX | ৩৫,০৯১ টাকা | ২২৩ লিটার |
ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি দাম ২০২৫
ফ্রিজের মডেল | ফ্রিজের দাম | ফ্রিজের ক্যাপাসিটি |
WFC-3F5-GDEL-XX (Inverter) | ৪৮,১৪১ টাকা | ৩৮০ লিটার |
WFC-3F5-GDEL-XX | ৪৬,৩৪১ টাকা | ৩৮০ লিটার |
WNH-3H6-HDXX-XX (Inverter) Non-Frost | ৫৫,৭৯১ টাকা | ৩৮৬ লিটার |
WFE-3A2-GDEN-DD | ৪৪,৯৯১ টাকা | ৩১২ লিটার |
WFE-3A2-GDEL-XX | ৪২,২৯১ টাকা | ৩১২ লিটার |
WFK-3D7-GDEL-XX | ৪৫,৪৪১ টাকা | ৩৪৭ লিটার |
এখানে উল্লেখিত ফ্রিজ গুলো থেকে আপনার বাজেট এবং চাহিদার কথা বিবেচনা করে যে ফ্রিজ মডেল নাম্বারটি পছন্দ হয় সেটি কিনুন । মূলত আপনি যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ কিনতে পারবেন ।
ওয়ালটন ফ্রিজের সুবিধা সমূহ
আমরা জানি বাংলাদেশের অসংখ্য কোম্পানি রয়েছে যারা তার গ্রাহকদের জন্য উন্নত মানের ফ্রিজ তৈরি করছে । ঠিক তেমনি ওয়াল্টন ভালো মানের ফ্রিজ তার গ্রাহকদের জন্য তৈরি করছে । এখন আমরা কখনো যদি ওয়ালটন থেকে ফ্রিজ কিনি তাহলে কি কি সুবিধা পাব সে সম্পর্কে জেনে নেওয়া উচিত ।
এর কারণ হচ্ছে বর্তমানে ফ্রিজ কোম্পানিগুলো প্রতিযোগিতা করে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য ফ্রিজ তৈরি করছে । এখন অন্য ফ্রিজে যদি ওয়ালটন থেকে বেশি সুবিধা পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই ওই ফ্রিজ কিনব । তাই আমাদের ওয়ালটন ফ্রিজের সুবিধা সম্পর্কে জানা উচিত ।
এখন আমরা ওয়ালটন ফ্রিজের কি কি সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে ওই সকল ওয়ালটন ফ্রিজের সুবিধা সমূহ নিচে তুলে ধরা হলো ।
- ওয়ালটন ফ্রিজে ইনভার্টার সিস্টেম রয়েছে যা বিদ্যুৎ সাশ্রয় কর সহায়তা করে ।
- ওয়ালটনের কম্প্রেসর গুলো টেকসই এবং ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি দেওয়া হয় ।
- ন্যানো হেল্থ কেয়ার টেকনোলজি প্রযুক্তি করে ফ্রিজ গুলো তৈরি হওয়াতে ব্যাকটেরিয়া ও গন্ধ দূর করে খাদ্যকে দীর্ঘ সময় টাটকা রাখে ।
- ওয়ালটন ফ্রিজ দ্রুত ঠান্ডা করে খাবার সংরক্ষণ করে এবং বরফ তৈরি করে থাকে ।
- ওয়ালটন ফ্রিজ গুলো খুব কম শব্দ করে চলে । এর ফলে নীরব পরিবেশ বজায় থাকে ।
- এই ফ্রিজগুলোতে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ স্পেস রয়েছে । এর ফলে বিভিন্ন আইটেমের খাবার সংরক্ষণ করা যায় ।
- বাজারের অন্যান্য ফ্রিজের তুলনায় ওয়ালটন ফ্রিজের দাম তুলনামূলক কম এবং কিস্তি ফ্রিজ কেনার সুযোগ রয়েছে ।
উপরে উল্লেখিত যতগুলো ওয়ালটন ফ্রিজের সুবিধার কত তুলে ধরা হয়েছে । এগুলো ছাড়াও আরো অসংখ্য সুবিধা ওয়ালটন ফ্রিজে রয়েছে । আপনি যদি কখনো walton ফ্রিজ কিনেন তাহলে অবশ্যই উল্লেখিত সুবিধা ছাড়াও আরো অসংখ্য সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন ।
কেন ওয়ালটন ফ্রিজ কিনবেন?
আমরা ইতিমধ্যে সেরা কিছু ওয়ালটন ফ্রিজের মডেল নাম্বার ও দাম সম্পর্কে আলোচনা করছি । এখন অনেকের প্রশ্ন করতে পারে বাজারে এত উচ্চ কোয়ালিটি সম্পন্ন কোম্পানির ফ্রিজ থাকতে আমরা কেন ওয়ালটন ফ্রিজ কিনব? হ্যাঁ আপনার এই প্রশ্নটি খুবই যুক্তি সঙ্গত বলে আমি মনে করি ।
এখন আমরা জানবো কেন ওয়ালটন ফ্রিজ কিনব এবং এতে আমাদের কি লাভ হতে পারে ।
- ওয়ালটন একটি বিশ্বস্ত দেশীয় ব্র্যান্ড যা দীর্ঘদিন ধরে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে আসছে ।
- ওয়ালটন ফ্রিজে ইনভার্টার সিস্টেম রয়েছে যা বিদ্যুৎ খরচ কমায় ।
- ওয়ালটন ফ্রিজের কম্প্রেসর এবং অন্যান্য যন্ত্রাংশ টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় ।
- এই ফ্রিজ গুলো খাদ্য অনেক সময় ধরে সংরক্ষণে সহায়ক করে ।
- এই ফ্রিজ গুলোতে পর্যাপ্ত জায়গা রয়েছে যা পরিবারের বড় পরিসরের খাদ্য সরবরাহ করে ।
- ওয়ালটন ফ্রিজের ডিজাইন খুবই আধুনিক ও স্টাইলিশ হয়ে থাকে ।
- ওয়ালটন ফ্রিজের দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম ।
ওয়ালটন ফ্রিজ সম্পর্কিত কিছু প্রশ্ন
প্রশ্ন: ওয়ালটন ফ্রিজের বিদ্যুৎ খরচ কেমন?
উত্তর: ওয়ালটন ফ্রিজে ইনভার্টার সিস্টেম রয়েছে ফলে বিদ্যুৎ খরচ কম হয় ।
প্রশ্ন: ওয়ালটন ফ্রিজে কোন ধরনের কম্প্রেসর ব্যবহৃত হয়?
উত্তর: ওয়ালটন ফ্রিজে অত্যাধুনিক এবং টেকসই কম্প্রেসর ব্যবহৃত হয়, যা দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী হয় ।
প্রশ্ন: ওয়ালটন ফ্রিজের মধ্যে কত বছরের কম্প্রেসর ওয়ারেন্টি থাকে?
উত্তর: বেশিরভাগ ওয়ালটন ফ্রিজের কম্প্রেসর ওয়ারেন্টি ১২ বছর পর্যন্ত থাকে ।
প্রশ্ন: ওয়ালটন ফ্রিজে কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায়?
উত্তর: ওয়ালটন ফ্রিজে ন্যানো হেল্থ কেয়ার প্রযুক্তি রয়েছে, যা খাদ্যকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে ।
প্রশ্ন: ওয়ালটন ফ্রিজের দাম কেমন?
উত্তর: ওয়ালটন ফ্রিজের দাম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টের বাংলাদেশের অন্যতম সেরা ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটন ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার ও দাম সম্পর্কে আলোচনা করেছি । তাছাড়া walton ফ্রিজ কেনার সময় কিছু টিপস এর সুবিধা এবং কেন ওয়ালটন ফ্রিজ কিনবেন এ বিষয়ে আলোচনা করা হয়েছে । আপনি যদি কখনো ওয়ালটন ফ্রিজ কিনতে চান তাহলে উল্লেখিত তথ্য গুলো প্রথমে পড়ে তারপর কিনবেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে এই পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।